চলচ্চিত্রে শহীদ আফ্রিদি?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৮ পিএম, ০৩ জানুয়ারি ২০১৯
চলচ্চিত্রে শহীদ আফ্রিদি?

কখনও চিকিৎসক, কখনও বা ট্যাক্সি চালক আবার কখনও আফ্রিদিকে দেখে মনে হচ্ছে কোনও কনস্ট্রাকশন সাইটের কর্মচারী। এমন এক ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিও বিভিন্ন পেশায় দেখা যায় পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে।

সেই ভাইরাল ভিডিওতে আফ্রিদিকে বিভিন্ন রূপে দেখা যাওয়াের কারণ কি? তিনি ক্রিকেট বাদ দিয়ে কি চলচ্চিত্রে নাম লিখালেন নাকী? 

আফ্রিদির ভিডিওটিতে দেখা যাচ্ছে ক্যামেরাও। দেখে মনে করা হচ্ছে এটি কোন শুটিংয়েরই অংশ। কিন্তু ঠিক কোন বিষয়ে কাজ হচ্ছে, তা নিয়ে খোলসা করে বলা হয়নি কিছুই।

রহস্যের গন্ধ জিইয়ে রেখেছেন শাহিদ আফ্রিদি নিজেও। এই ভিডিয়োটির শেষে তাঁকে বলতে দেখা যাচ্ছে যে, “আপনারা নিশ্চয়ই বুঝে উঠতে পারছেন না যে ঠিক কি হচ্ছে কিন্তু সবই আপনাদের সময়মতো জানানো হবে।”

তবে ধারণ করা হচ্ছে সেটি কোন চলচ্চিত্র কিংবা বিজ্ঞাপনের শুটিং। তবে সত্য জানার জন্য হয়তোে আফ্রিদির ভক্তদের করতে হবে অপেক্ষা।

প্রসঙ্গত, ১৯৯৬ সালে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে পাকিস্তানের জাতীয় দলে অভিষেক হয় বুম বুম খ্যাত আফ্রিদির। তিনি এখন পর্যন্ত ২৭টি টেস্ট, ৩৯৮টি ওয়ানডে ও ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আফ্রিদি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে ৮ হাজার ৬৪ রানের মালিক।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

শপথ নিলেন এমপি মাশরাফি, জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা

শপথ নিলেন এমপি মাশরাফি, জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা

ভারতের বাইরে হতে পারে আইপিএলের আসর

ভারতের বাইরে হতে পারে আইপিএলের আসর

গাভাস্কারকে এখনও আমন্ত্রণপত্র পাঠায়নি অস্ট্রেলিয়া

গাভাস্কারকে এখনও আমন্ত্রণপত্র পাঠায়নি অস্ট্রেলিয়া

দলে জায়গা না পেয়ে আফ্রিদিকে দোষলেন সালমান বাট

দলে জায়গা না পেয়ে আফ্রিদিকে দোষলেন সালমান বাট