শপথ নিলেন এমপি মাশরাফি, জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৯ পিএম, ০৩ জানুয়ারি ২০১৯
শপথ নিলেন এমপি মাশরাফি, জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা

ফাইল ছবি

প্রথমবারের মতো জাতীয় সংসদের এমপি হিসেবে শপথ নিলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। একই সঙ্গে দেশের ইতিহাসে প্রথম কোন ক্রিকেটার খেলা চালিয়ে যাওয়া অবস্থা জাতীয় সংসদের সদস্য হলেন।

একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা আজ (বৃহস্পতিবার) শপথগ্রহণ করেছেন। স্পিকার ড. শিরীন শারমিন তাদের শপথবাক্য পাঠ করার। ২৯১ জন সংসদ সদস্যের সাথে এমপি হিসেবে শপথ নিয়েছেন মাশরাফি।

পাঞ্জাবি-পাজামা পড়ে বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকালে সংসদ সচিবালয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যান তিনি। এমপি হিসেবে প্রথম দিন জাতীয় সংসদে গিয়েই এলাকার উন্নয়নের কথা বলেছেন তিনি। বলেন, এলাকার উন্নয়নেই বেশি নজর দেবেন।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত এ ক্রিকেটার বলেন, আমার নিজ এলাকার উন্নয়নে আমি সবচেয়ে বেশি নজর দেব। কারণ, এলাকাবাসী আমাকে স্বতঃস্ফূর্তভাবে বিপুল ভোটে বিজয়ী করেছেন। তাদের কাছে আমি কৃতজ্ঞ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ যাতে বিশ্বে সেরা ক্রিকেট দল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে সে জন্য আমি একজন আইনপ্রণেতা হিসেবে চেষ্টা চালিয়ে যাব।



শেয়ার করুন :


আরও পড়ুন

মাঠে ফিরলেন ‘এমপি' মাশরাফি

মাঠে ফিরলেন ‘এমপি' মাশরাফি

সিলেট সিক্সার্সের হয়ে খেলতে ঢাকায় ওয়ার্নার

সিলেট সিক্সার্সের হয়ে খেলতে ঢাকায় ওয়ার্নার

দলে জায়গা না পেয়ে আফ্রিদিকে দোষলেন সালমান বাট

দলে জায়গা না পেয়ে আফ্রিদিকে দোষলেন সালমান বাট

যেভাবে পাওয়া যাবে বিপিএলের টিকিট

যেভাবে পাওয়া যাবে বিপিএলের টিকিট