নকলা ক্রিকেটার্স টুর্নামেন্টের ফাইনালে এনসিসি গ্রিন চ্যাম্পিয়ন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৪ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮
নকলা ক্রিকেটার্স টুর্নামেন্টের ফাইনালে এনসিসি গ্রিন চ্যাম্পিয়ন

খেলা শেষে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়।

শেরপুরের নকলা উপজেলায় ‘নকলা ক্রিকেটার্স টুর্নামেন্টের’ দ্বিতীয় আসরে এনসিসি গ্রিন চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে এনসিসি নীল দলকে ২৪ রানে হারিয়ে এনসিসি গ্রিন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

নকলা ক্রিকেট ক্লাব (এনসিসি) দ্বিতীয় বারের মতো ‘নকলা ক্রিকেটার্স টুর্নামেন্ট’ আয়োজন করে। বুধবার বিকেলে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলাটি উদ্বোধন করেন উপজেলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন।

খেলায় এনসিসি গ্রিন (এনসিসি সবুজ) দল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান করে। জবাবে জয়ের লক্ষে মাঠে ব্যাট করতে নেমে এনসিসি ব্লু (এনসিসি নীল) দল ৯ উইকেট হারিয়ে ১১১ রান করতে সমর্থ হয়। ফলে এনসিসি সবুজ দল ২৪ রানে এনসিসি নীল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় রানার্সআপ দলের কৃষ্ণ প্রসাদ কালোয়ার ২ ওভার ৪ বলে ১০ রানের বিনিময়ে ৭টি উইকেট তুলে নেওয়ায় ম্যান অফ দ্যা ফাইনাল নির্বাচিত হন এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন বিজয়ী দলের রাকিব। বিজয়ী দলের তানিম ও রাকিব অর্ধশত রান করতে সমর্থ হন।

খেলা শেষে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন নকলা ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক ম্যাচ আম্প্যায়ার এমএফ জামান ফারুক। এছাড়া রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুে লদেন নকলা ক্রিকেট ক্লাবের অফিসিয়াল ধারাভাষ্যকার তৌহিদুল আলম রাসেল।

 


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

রাজনৈতিক প্রচারে ক্রিকেটার মিরাজ

রাজনৈতিক প্রচারে ক্রিকেটার মিরাজ

না থেকেও আলোচনায় মাশরাফি, নির্বাচনেও জয় চান ভক্তরা

না থেকেও আলোচনায় মাশরাফি, নির্বাচনেও জয় চান ভক্তরা

পাকিস্তানে খেলতে যাচ্ছেন শিতুল ও আশরাফুল

পাকিস্তানে খেলতে যাচ্ছেন শিতুল ও আশরাফুল

স্ত্রীর কাছে কেন ক্ষমা চাইলেন রোহিত?

স্ত্রীর কাছে কেন ক্ষমা চাইলেন রোহিত?