রাজনৈতিক প্রচারে ক্রিকেটার মিরাজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৮ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮
রাজনৈতিক প্রচারে ক্রিকেটার মিরাজ

এবার খেলা মাঠে নয়, রাজনৈতিক মাঠে দেখা গেল বাংলাদেশের ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ। রাজশাহী-৬ আসনে (বাঘা-চারঘাটা) নৌকার প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী  শাহরিয়ার আলমের পক্ষে ভোট চান তিনি।

 

রোববার মিরাজ শাহরিয়ার আলমের নির্বাচনী আসনের দুইটি পথসভায় অংশ নিয়ে নৌকার পক্ষে ভোট চান। এসময় তিনি মিরাজ আওয়ামী লীগের সরকারের আমলে ক্রীড়াঙ্গনের উন্নয়ন তুলে ধরে নৌকায় ভোট নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে বিজয়ী করতে ভোটারদের আহ্বান জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহকারী একান্ত সচিব (এপিএস) সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বিকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নির্বাচনী এলাকা চারঘাট উপজেলার ঝিকড়া ও অনুপমপুরে দুটি পথসভায় বক্তব্য রাখেন।

২১ বছর বয়সী মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১৮ টেস্ট, ২২ ওয়ানডে এবং ১৩ টি ট-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০১৬ সালে চট্রগ্রামে ইংল্যান্ডে বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে তাঁর জাতীয় দলে অভিষেক হয়। 



শেয়ার করুন :


আরও পড়ুন

টি-২০ র‍্যাঙ্কিংয়ে সাকিব দুই, চারে মাহমুদউল্লাহ

টি-২০ র‍্যাঙ্কিংয়ে সাকিব দুই, চারে মাহমুদউল্লাহ

জয়সুরিয়াকে ছুঁয়ে ফেললেন সাকিব

জয়সুরিয়াকে ছুঁয়ে ফেললেন সাকিব

‘আবেগ প্রভাব ফেলেছে’

‘আবেগ প্রভাব ফেলেছে’

কোনো দিকেই মনোযোগ দিচ্ছেন না সেই আম্পায়ার

কোনো দিকেই মনোযোগ দিচ্ছেন না সেই আম্পায়ার