টি-২০ সিরিজ জয়ের লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ। বাংলাদেশের সিরিজ জয় দেখতে স্টেডিয়ামের আশেপাশে উপচে পড়া ভিড় ক্রিকেট প্রেমীদের। মাঠে প্রবেশের অপেক্ষায় আছেন তারা। এর মাঝেও আলোচনায় বাংলাদেশের সাবেক টি-২০ অধিনায়ক মাশরাফি। তাকে মিস করছেন এদেশের ভক্তরা। আসন্ন জাতীয় নির্বাচনের মাঠেও মাশরাফির জয় দেখার অপেক্ষা দেশের অগণিত ক্রিকেট ভক্তরা।
সিরিজের প্রথমটি ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টি-২০তে জয় পায় বাংলাদেশ। তাই তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। ফলে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচটি এখন অঘোষিত ফাইনাল। সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ জিতবে এমন স্বপ্ন নিয়ে স্টেডিয়ামে হাজির ক্রিকেট প্রেমীরা। স্টেডিয়ামের প্রবেশ মুখের গেটে ভিড় করেছে হাজার-হাজার দর্শক। বেলা ১২টা থেকেই গেটের মুখে লাইন ধরেছে তারা। শুধুমাত্র বাংলাদেশের সিরিজ জয় দেখতে। ভক্তদের পাওয়া জয় দিয়ে বছর শেষ করা।
এর মাঝেও মাশরাফির কথা স্মরণ করেছেন ক্রিকেটপ্রেমিরা। টি-২০ ফরম্যাটে ম্যাশ না থাকলেও তাকে নিজেদের চিন্তায় রেখেছেন ভক্তরা। কারণ নড়াইল-২ আসন থেকে দেশের প্রাচীনতম দল আওয়ামী লীগ থেকে আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে নিবার্চন করবেন মাশরাফি। তাই ম্যাশের খোজখবর রাখছেন ভক্তরা। শুধুমাত্র খেলার মাঠেই নয় মাঠের বাইরে মাশরাফির বড় পরীক্ষার খোঁজ-খবরও রাখছেন তৃতীয় টি-২০ দেখতে আসা বন্দুরা।
২২ গজের মত নির্বাচনের মাঠেও মাশরাফির জয় দেখতে চান সূচি-শায়লা-রাশেদুল। ঢাকা সিটি কলেজ থেকে অনার্স-মাস্টার্স শেষ করা সূচি বলেন, ‘মাশরাফি শুধু ওয়ানডে খেলছেন। কিন্তু আমি তাকে সব ফরম্যাটেই মিস করি। মাশরাফির ওয়ানডে খেলাগুলো আমি মিস করি না। সামনে মাশরাফির বড় পরীক্ষা। একাদশ জাতীয় নির্বাচনে সে নির্বাচন করবে। আমি চাই মাঠের মত সেখানেও দুরন্ত হোক মাশরাফি। এই নির্বাচনে মাশরাফির জয় দেখতে মুখিয়ে আছি আমি।’
সূচিরই স্কুলের বন্ধু শায়লা। বর্তমানে গৃহিনি তিনি। দীর্ঘদিন পর খেলা দেখতে এসেছেন শায়লা। সাংসারিক কাজের কারণে মাঠে আসা হয় না তার। তবে টিভি সেটের সামনে মাশরাফির খেলা নিয়মিতই দেখেন তিনি। নির্বাচনে মাশরাফির জিতুক, এমনটিই চাইছেন শায়লা, ‘মাশরাফি শুধুমাত্র ক্রিকেটের সম্পদ নয়, আমাদের দেশের সম্পদ। নির্বাচনে জিতে মাশরাফি দেশের সেবায় নিয়োজিত হবে বলে বিশ্বাস করি।’
নির্বাচনে মাশরাফি জয় দেখছেন রাশেদুল। তাই নির্বাচনের আগে মাশরাফিকে শুভ কামনা জানিয়েছেন তিনি, ‘পুরো দেশ জুড়ে মাশরাফির জনপ্রিয়তা সবচেয়ে বেশি। নিজ জেলায় তো মাশরাফির জনপ্রিয়তা আছেই। শুধুমাত্র তার খেলা দিয়েই নয়, ব্যক্তি মাশরাফিও অনন্য। তাই আসন্ন নির্বাচনে মাশরাফি জয় নিশ্চিতই। এ জন্য তাকে শুভ কামনা জানাচ্ছি।’