এবার মিশরে মাবিয়ার ৩ রৌপ্য জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৮ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮
এবার মিশরে মাবিয়ার ৩ রৌপ্য জয়

এবার মিশরে আন্তর্জাতিক ইসলামী সংহতি ভারোত্তলন চ্যাম্পিয়নশিপে ৩ রৌপ্য জয় করেছেন বাংলাদেশের মাবিয়া আক্তার। ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশন (আইএসএসএফ) আয়োজিত এ প্রতিযোগিতায় স্ন্যাচ ক্যাটাগরিতে সর্বোচ্চ ৮০ কেজি ভারোত্তলন করে নিজের ও দেশের হয়ে এ রেকর্ড গড়েছেন তিনি।

মঙ্গলবার কায়রোয় অনুষ্ঠিত প্রতিযোগিতায় মাবিয়া স্ন্যাচে রেকর্ড গড়ার পাশাপাশি এ প্রতিযোগিতায় ক্লিন অ্যান্ড জার্ক ক্যাটাগরিতে ভারোত্তলন করেছেন ১০০ কেজি।

২০১৬ সালে ভারতের গৌহাটিতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমসে ৬৩ কেজি শ্রেণিতে সর্বোচ্চ ১৪৯ কেজি ভারোত্তলন করে স্বর্ণপদক জিতে আলোচনায় আসেন মাবিয়া। নারীদের ৬৩ কেজি ওজনে শ্রীলঙ্কা ও নেপালের প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে জিতে নিয়েছেন দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব। 

তার আগে ২০১৫ সালে পুনেতে অনুষ্ঠিত কমনওয়েলথ ভারোত্তলন চ্যাম্পিয়নশিপে যুব সেকশনে ৬৩ কেজি শ্রেণীতে সর্বোচ্চ ভারোত্তলন করে একই পদক অর্জন করেন।

মাদারীপুরের একজন মুদি দোকানির মেয়ে মাবিয়া আক্তার। দারিদ্রতার কারণে একসময় তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। বর্তমানে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন। ২০১০ সালে তার মামা শাহাদত কাজীর হাত ধরে ভারোত্তলনে আগ্রহী হন।
 

 

বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকায় শুরু হলো আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট

ঢাকায় শুরু হলো আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট

নারী খেলোয়াড়রা নগ্ন হয়ে এ কেমন মহৎ কাজ?

নারী খেলোয়াড়রা নগ্ন হয়ে এ কেমন মহৎ কাজ?

আবারও পালাতে হয়েছে ‘লিটল মেসি’কে

আবারও পালাতে হয়েছে ‘লিটল মেসি’কে

নারী সাংবাদিকে ক্ষিপ্ত বাবর আজম!

নারী সাংবাদিকে ক্ষিপ্ত বাবর আজম!