আবারও পালাতে হয়েছে ‘লিটল মেসি’কে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৩ এএম, ০৭ ডিসেম্বর ২০১৮
আবারও পালাতে হয়েছে ‘লিটল মেসি’কে

ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল ফেলেছিল এক আফগান বালক। কিন্তু শেষ পর্যন্ত প্রাণ বাঁচাতে দ্বিতীয়বারের মতো আফগানিস্তান নিজের বাড়ি ছেড়ে পালাতে হয়েছে সাত বছর বয়সী ওই বালককে।

প্লাস্টিক ব্যাগ দিয়ে মেসির জার্সি বানিয়ে তা পরিধান করে মুরতাজা আহমাদীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল ২০১৬ সালে। পরে কাতারে তার স্বপ্নের নায়কের সাথে সাক্ষাতও হয়েছিল, যে ঘটনায় রীতিমত তারকা বনে গিয়েছিল ছোট মুরতাজা। কিন্তু এখন তার পরিবারের সদস্যরা বলছেন, তালেবানের ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে তাদের।

আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় গজনী প্রদেশে বসবাস করছিল মুরতাজার পরিবার। কিন্তু পরিস্থিতি এমন হয়েছে যে, তারা এখন পালিয়ে আশ্রয় নিয়েছে কাবুলে। এর আগে ২০১৬ সালেও তারা পাকিস্তানে স্বল্পমেয়াদে শরণার্থী সুবিধা পেতে আবেদন করেছিল। পরে অর্থ শেষ হয়ে পড়ায় দেশে ফিরে যায় তারা। তবে এবার পরিস্থিতি কেমন হয় সেটা এখনি কিছু বলা যাচ্ছে না।

পলিথিন দিয়ে মেসির জার্সি
আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির মহাভক্ত এই মুরতাজা। জার্সি কেনার সামর্থ্য নেই, তাই পলিথিন কেটে জার্সি বানিয়ে তার ওপর মেসির নাম ও জার্সি নম্বার লিখে পরিধান করেছিল মাত্র পাঁচ বছর বয়সে। পরে সেই জার্সি পরা তার ছবি কেউ একজন পোস্ট করে সামাজিক মাধ্যমে। এরপর সেটি ভাইরাল হয়ে পড়ে আর লোকজনও তাকে ‌‘ছোট মেসি’ ডাকতে শুরু করে।

সেই খবর পৌঁছে যায় লিওনেল মেসি পর্যন্ত। পরে ইউনিসেফের মাধ্যমে তিনি নিজের স্বাক্ষর করা জার্সি পাঠান। পরে বার্সা তারকা যখন ২০১৬ সালে দোহাতে যান প্রীতি ম্যাচ খেলতে তখন মুরতাজাকে মেসির সাথে সাক্ষাতের জন্য আমন্ত্রণ করা হয়। সেখানে প্রিয় তারকার সাথে কিছুটা হাটার সুযোগও পায় এ বালক।

তালেবান হুমকি
মুরতাজার পরিবার বলছে এই বিখ্যাত হওয়ার কারণেই তালেবানদের টার্গেটে পরিণত হয়েছে মুরতাজা। তার মা শাফিকা বলছেন, ওরা বলছে তোমরা ধনী হয়ে গেছ। মেসির কাছ থেকে যা টাকা পেয়েছো তা আমাদের দাও। নাইলে তোমার ছেলেকে নিয়ে যাব।

তিনি বলছেন, বাড়ি থেকে আসার সময় তারা কিছুই সাথে নিতে পারেননি, এমনকি মেসির কাছ থেকে পাওয়া জার্সিটাও। সূত্র : বিবিসি



শেয়ার করুন :


আরও পড়ুন

ধারাভাষ্যকারকে ‌‘চপেটাঘাত’

ধারাভাষ্যকারকে ‌‘চপেটাঘাত’

মাশরাফি-সাকিব-তামিমে হাতে ট্যাক্স কার্ড

মাশরাফি-সাকিব-তামিমে হাতে ট্যাক্স কার্ড

স্বর্ণজয়ী নারী খেলোয়াড়কে ধর্ষণের অভিযোগ

স্বর্ণজয়ী নারী খেলোয়াড়কে ধর্ষণের অভিযোগ

মেয়াদোত্তীর্ন লাইসেন্সে ফেঁসে গেলেন পিকে

মেয়াদোত্তীর্ন লাইসেন্সে ফেঁসে গেলেন পিকে