পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক ও উপস্থাপিকা জয়নব আব্বাসের প্রতি ক্ষিপ্ত হয়েছে সেদেশের তারকা ক্রিকেটার বাবর আজম। এ নিয়ে শুধু পাকিস্তানেই নয়, ক্রিকেট খেলুড়ে দেশগুলোর গণমাধ্যমেও ফলও করে এনিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।
কিন্তু কেন বাবর আজম ওই নারী সাংবাদিকের প্রতি ক্ষিপ্ত হয়েছে? সেটা জানা গেছে বাবরের টুইট থেকেই।
দুবাই টেস্টের প্রথম ইনিংসে হারিস সোহেল আর বাবর আজমের সেঞ্চুরিতে ৫ উইকেটে ৪১৮ রান করে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। বাবর আজমের সেঞ্চুরির পর অনেকেই টুইটারকে বেছে নেন শুভেচ্ছা জানানোর মাধ্যম হিসেবে, জয়নব আব্বাসও তাঁর ব্যতিক্রম নন।
বাবরের সেঞ্চুরির পর জয়নব টুইটারে লিখেছিলেন, ‘অনেক অনেক অভিনন্দন বাবর আজম, অনেক ভালো খেলেছ তুমি। তবে যেভাবে ছেলেরা (পাকিস্তানের খেলোয়াড়েরা) ড্রেসিংরুমে মিকি আর্থারকে তাঁর “ছেলে”র সেঞ্চুরির জন্য অভিনন্দন জানাল, খুব ভালো লেগেছে সেটা!
আর এতেই চটেছেন বাবর, নিজেকে পাকিস্তান কোচ মিকি আর্থারের ‘ছেলে’ ভাবতে বোধ হয় তাঁর ঘোর আপত্তি! সঙ্গে সঙ্গেই টুইটারে জয়নবকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘কিছু বলার আগে চিন্তাভাবনা করে বলবেন, আর কখনো সীমা লঙ্ঘন করার চেষ্টা করবেন না!’