মেয়াদোত্তীর্ন লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর অভিযোগে আর্থিক জরিমানা গুণতে হচ্ছে বার্সেলোনার সেন্টার ব্যাক জেরার্ড পিকেকে। স্পেনের একটি আদালত সোমবার তাকে ৪৮ হাজার ইউরো জরিমানা করেছে।
আইনজীবীদের নিয়ে আদালতে যান পিকে। শুনানিতে তার বিরুদ্ধে আদালতের এ শাস্তি মেনে নিয়ে হাসি মুখেই সেখান থেকে চলে যান। এ সময় অবশ্য গণমাধ্যমের সামনে কোন কথা বলেননি তিনি।
নিয়মিত তল্লাশীর অংশ হিসেবে বার্সেলোনায় পিকের গাড়ি থামিয়ে তার লাইসেন্স পরীক্ষা করে মেট্রোপলিটন পুলিশ। এতে দেখা যায় তার লাইসেন্সে কোন পয়েন্ট অবশিষ্ট নেই।
স্পেনে গাড়ির চালকদের পরিচালনা করা হয় পয়েন্টের ভিত্তিতে। কোন চালক পয়েন্টবিহীন লাইসেন্স নিয়ে গাড়ি চালালে তাকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয় এবং নতুন করে ট্রাফিক নিয়মের কোর্স সম্পাদনের মাধ্যমে পুনরায় লাইসেন্স সংগ্রহ করতে হয়।
২০১৮ সালে পিকে তার লাইসেন্স সংগ্রহ করলেও তিনি ওই কোর্স সম্পন্ন না করায় আগস্টে সেটি বাতিল হয়।