জাতীয় ক্লাব চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী এক নারী ভারোত্তোলককে ধর্ষণের অভিযোগ উঠেছে ফেডারেশনের এক অফিস সহকারীর বিরুদ্ধে। এ ঘটনা সোমবার ফেডারেশনে এসে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন ওই নারী খেলোয়াড়ের পরিবার।
অভিযোগপত্রে বলা হয়, জাতীয় ক্লাব চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী সেই ভারোত্তোলক একটি টুর্নামেন্টে অংশ নিতে ঢাকায় আসেন। ১৫ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্ট শুরুর কথা ছিল। কিন্তু তাতে অংশ নিতে পারেননি। কারণ জাতীয় ক্রীড়া পরিষদের পুরোনো ভবনের চতুর্থ তলায় দুজনের সহায়তায় ফেডারেশনের অফিস সহকারী সোহাগ আলীর ওই খেলোয়াড়কে ডেকে নিয়ে যান। এরপর নারী খেলোয়াড়কে ধর্ষণ করে। পরে বিষয়টি চাপা দিতে ওই খেলোয়াড়কে চাকরির প্রলোভনও দেখার সোহাগ।
ওই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে কিছু জানাতে পারেননি নারী খেলোয়াড়। মানসিক কষ্ট থেকে বাড়ির পাশের পুকুরে ডুবে আত্মহত্যারও চেষ্টা করেন তিনি। এরপরই পরিবার প্রকৃত ঘটনা জানতে পারে। তাকে ঢাকায় এনে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এঘটনায় অভিযোগে থাকা সোহাগের চাকরি তদন্তকালীন সময়ে স্থগিত থাকবে বলে জানা গেছে।
ফেডারেশনের সহ সভাপতি উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ বলেন, পুরো বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার হবে। আমরা চিকিৎসার জন্য ওই নারী ভারোত্তোলককে কিছু আর্থিক সাহায্য দিয়েছি।