চাঁদপুরের ফরিদগঞ্জে আন্তঃজেলা মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) বিকেলে স্থানীয় রুপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে ৯নং গোবিন্দপুর ইউনিয়নকে ৩-১ গোলে হারিয়েছে ৮নং পাইকপাড়া ইউনিয়ন।
খেলা শেষে ৮নং পাইকপাড়া ইউনিয়নের দলে খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ থানার ভারপাপ্ত কর্মকর্তা শাহ-আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ড. শামছুল হক ভুঁইয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার সামছুন্নাহার (পিপিএম), চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম মাহফুজুর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
এছাড়া ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অহিদুর রহমান রানা, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান প্রমূখ উপস্থিত ছিলেন।
জয়ী দলের টিম ম্যানেজার আলী হায়দার উজ্জ্বল (ইউপি সদস্য ৮নং পাইকপাড়া ৩ নং ওয়ার্ড) জানান, জয়ী হওয়ায় বেশ খুশি সুষ্ঠুভাবে খেলা সম্পন্ন করায় টুর্নামেন্ট সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।