পাঁচ দলের ৬৮ জন তীরন্দাজদের নিয়ে সোমবার (১৯ নভেম্বর) থেকে শুরু হচ্ছে জাতীয় যুব আরচারি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর। দুটি বয়স ভিত্তিক গ্রুপে (অনূধর্ব-২০ ও অনূর্ধ্ব-১৭) এর মধ্যে ৩৯ জন বালক ও ১৭ জন বালিকা অংশ নিচ্ছেন।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভা কক্ষে রোববার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।
সংবাদ সম্মেলনে ফেডারেশনের সহ-সভাপতি ও ট্রেনিং কমিটির চেয়ারম্যন আনিসুর রহমান দীপু ও পৃষ্ঠপোষক সিটি গ্রুপের কর্মকর্তা ফারজানুল হক উপস্থিত ছিলেন।
দুই বছর আগে প্রথম আসরের চেয়ে এবার দল ও প্রতিযোগী কমলেও ভবিষ্যতে অংশগ্রহণকারী বাড়বে বলে আশাাদী চপল। এ ছাড়া এবার বেশকিছু নতুন আরচ্যার আসরে প্রতিযোগিতায় নামছে বলেও জানানো হয়।
টঙ্গীস্থ শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হলো- বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), তীরন্দাজ সংসদ, কোয়ান্টাম স্পোর্টিয়াম, শাওতাল ট্রেডিশনাল (এসটি) আরচারি ক্লাব ও স্ট্যান্ডার্ড বাংলাদেশ (এসবি) আরচারি ক্লাব।
যুব আরচারিতে এবারের পৃষ্ঠপোষকতা করছে সিটি গ্রুপ। রিকার্ভ ডিসিপ্লিনে বালক ও বালিকা বিভাগে ছয়টি পদক এবং কম্পাউন্ড ডিসিপ্লিনেও থাকছে ছয়টি পদক। দুই দিনব্যাপী প্রতিযোগিতায় জুনিয়র বিভাগে অনূর্ধ্ব-২০ এবং ক্যাডেট বিভাগে অনূর্ধ্ব-১৭ বয়সী তীরন্দাজরা অংশ নেবেন।