৫৬ জন বালক-বালিকা অংশ নিচ্ছে যুব আরচারিতে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০০ পিএম, ১৮ নভেম্বর ২০১৮
৫৬ জন বালক-বালিকা অংশ নিচ্ছে যুব আরচারিতে

ফাইল ফটো

পাঁচ দলের ৬৮ জন তীরন্দাজদের নিয়ে সোমবার (১৯ নভেম্বর) থেকে শুরু হচ্ছে জাতীয় যুব আরচারি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর। দুটি বয়স ভিত্তিক গ্রুপে (অনূধর্ব-২০ ও অনূর্ধ্ব-১৭) এর মধ্যে ৩৯ জন বালক ও ১৭ জন বালিকা অংশ নিচ্ছেন।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভা কক্ষে রোববার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।

সংবাদ সম্মেলনে ফেডারেশনের সহ-সভাপতি ও ট্রেনিং কমিটির চেয়ারম্যন আনিসুর রহমান দীপু ও পৃষ্ঠপোষক সিটি গ্রুপের কর্মকর্তা ফারজানুল হক উপস্থিত ছিলেন।

দুই বছর আগে প্রথম আসরের চেয়ে এবার দল ও প্রতিযোগী কমলেও ভবিষ্যতে অংশগ্রহণকারী বাড়বে বলে আশাাদী চপল। এ ছাড়া এবার বেশকিছু নতুন আরচ্যার আসরে প্রতিযোগিতায় নামছে বলেও জানানো হয়।

টঙ্গীস্থ শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হলো- বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), তীরন্দাজ সংসদ, কোয়ান্টাম স্পোর্টিয়াম, শাওতাল ট্রেডিশনাল (এসটি) আরচারি ক্লাব ও স্ট্যান্ডার্ড বাংলাদেশ (এসবি) আরচারি ক্লাব।

যুব আরচারিতে এবারের পৃষ্ঠপোষকতা করছে সিটি গ্রুপ। রিকার্ভ ডিসিপ্লিনে বালক ও বালিকা বিভাগে ছয়টি পদক এবং কম্পাউন্ড ডিসিপ্লিনেও থাকছে ছয়টি পদক। দুই দিনব্যাপী প্রতিযোগিতায় জুনিয়র বিভাগে অনূর্ধ্ব-২০ এবং ক্যাডেট বিভাগে অনূর্ধ্ব-১৭ বয়সী তীরন্দাজরা অংশ নেবেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিসিএলে দল পাননি আশরাফুল

বিসিএলে দল পাননি আশরাফুল

ফেসবুক পেইজ হারালেন মোস্তাফিজ

ফেসবুক পেইজ হারালেন মোস্তাফিজ

ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার ট্রেনিং বাংলাদেশে

ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার ট্রেনিং বাংলাদেশে

মাশরাফির হাতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম

মাশরাফির হাতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম