চলতি বছর সর্বোচ্চ করদাতা হিসেবে ট্যাক্স কার্ড পেয়েছেন মোট ১৪১ জন। এর মধ্যে খেলোয়াড় ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিনজন।
তারা হলেন- সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজা। সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক অনুষ্ঠানে তাদের হাতে এ কার্ড হস্তান্ত করা হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাদের হাতে ট্যাক্স কার্ড তুলে দেন।
জানানো হয়, দেশের জেলা পর্যায়ে ২০১৭-১৮ অর্থবছরে সর্বোচ্চ কর দেয়া ৩৭০ জন এবং দীর্ঘমেয়াদে কর প্রদানকারী ১৪৫ জনসহ মোট ৫১৫ জন করদাতাকে সম্মাননা দেয়া হবে। সংশ্লিষ্ট কর অঞ্চলগুলো তাদের সম্মাননা দেবে।
অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়ার সভাপতিত্বে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।