মাগুরায় শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টে মাগুরা জেলা ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে তারা ৩ -১ গোলে ঢাকার শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে পরাজিত করে।
উত্তেজনাপূর্ণ এ খেলায় প্রথমার্ধের ষষ্ঠ মিনিটে মাগুরা জেলা দলের পক্ষে সুশান্ত ১টি গোল করেন। খেলার ৬১ মিনিটে সবুজ ও ৮২ মিনিটে মাগুরা জেলা দলের বিদেশি খেলোয়াড় জামরিল ১টি করে গোল করে। অন্যদিকে ৮৩ মিনিটে শেখ জামালের পক্ষে একমাত্র গোলটি করে জাভেদ।
ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মাগুরা জেলা দলের খেলোয়াড় সবুজ। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মাগুরা স্টেডিয়ামে ব্যাপক দর্শক উপস্থিতিই প্রমাণ করে ফুটবলের ঐতিহ্য ফিরে আসছে। খেলাধুলার মাধ্যমেই আমরা বিশ্বের কাছে নিজেদের পরিচয় তুলে ধরতে পারি।’
স্থানীয় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুল লায়লা জলি এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক পংকজ কুমার কুন্ড, জাতীয় দলের সাবেক কৃতিফুটবলার কায়সার হামিদ, আশরাফ উদ্দিন আহমেদ চন্নু, মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন এ সময় উপস্থিত ছিলেন।