একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দুই ক্রিকেট তারকা। তারা আর কেউ নন, তারা হলেন- নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিণ মর্তুজা এবং বিশ্ব সেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে তারা মনোনয়ন ফরম কিনছেন।
জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনছেন। এ ছাড়া মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনছেন সাকিব আল হাসান।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আবু নাসের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামীকাল (রোববার) আওয়ামী লীগ তারা মনোনয়ন কিনবেন।
মাশরাফি যে ভোটে দাঁড়াবেন তা প্রকাশ পায় বেশ কয়েক মাস আগেই। চলতি বছরের মে মাসের ২৯ মে তারিখে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, ‘নড়াইল থেকে নির্বাচন করবে মাশরাফি। সে ভালো মানুষ। তাকে ভোট দিয়েন। তবে কোন দল থেকে নির্বাচন করবেন সেটি বলব না।’
সাকিবের বিষয়টিও তখন থেকেই আলোচনায় ছিল। তবে বিশ্বখ্যাত এ দুই ক্রিকেটারের রাজনীতিতে সরাসরি সক্রিয় হওয়ার বিষয়টি নিশ্চিত ছিল না।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।