ঢাকায় বসছে ১৭তম অল এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপের মূল পর্ব। আগামী ৯ ও ১০ নভেম্বর ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। এটিই বাংলাদেশে প্রথমবারের মতো কোন অল এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ।
প্রতিযোগিতার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি।
এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করবেন (আই.কে.ও) বাংলাদেশ- এর প্রধান পৃষ্ঠপোষক ডা. দীপু মনি এমপি (সাবেক পররাষ্ট্রমন্ত্রী) এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন (আই.কে.ও) খিউকুশীন প্রধান কার্যালয় জাপান থেকে আগত আন্তর্জাতিক পরিচালক জনাব খাৎসুহিত গোরাই।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ-বাংলা ব্যাংক মিলনায়তনে প্রতিযোগিতা উপলক্ষে সংবাদ সম্মেলনে অল এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপের ১৭তম আসর সস্পর্কে বিস্তারিত তুলে ধরা হয় আয়োজক কমিটির পক্ষ থেকে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ জাপান, আফগানিস্তান, চীন, ভারত, ইরান, কাজাখিস্তান, কুয়েত, লেবানন, ম্যাকাও, মঙ্গোলিয়া, মিয়ানমার, বাহরাইন, নেপাল, পাকিস্তান, ফিলিপাইনস, শ্রীলঙ্কা ও কুয়েতসহ মোট ১৮ দেশের ৬০ জন প্রতিযোগী অংশ নেবে।