চাঁদপুর জেলায় মতলব উত্তর উপজেলার পশ্চিম লালপুর এলাকায় শুরু হলো মরহুম রফিবুল ইসলাম স্মৃতি ডিগবল টুর্নামেন্ট-২০১৭। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এলাকার হাজী আ. আজিজ খেলার মাঠে মতলব উত্তর থানার এসআই মো. ইব্রাহীম পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপত্বিত করেন উইপি সদস্য মো. খোরশেদ আলম, ১নং ষাটনল ইউনিয়ন পরিষদ (ইউপি)। এ সময় ১নং ষাটনল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাহামুদুল হাসান দোলনসহ মো. মালেকুজ্জামান, মো. বাবুল বেপারী, হারিছ মিয়া, খবির হোসেন মুন্সী, বোরহান উদ্দিন, কবির হোসেন, আ. মোতালেব, খবির হোসেন সরদার, রিপন পাল, শাহীন আলম এবং এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্ভোধনী দিনে সবুজ ও হলুদ দলের মধ্যে একটি খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সবুজ দলকে ১-০ গোলে পরাজিত করে হলুদ দল। ম্যাচের একমাত্র গোলটি করেন আতিকুর। উপস্থিত দর্শকরা আনন্দ নিয়ে খেলাটি উপভোগ করেন।
সবুজ দলের খেলোয়াড় ছিলেন
রিফাত হোসেন, মো. রাজিব মিয়া, শান্ত মিয়া, হাবিবুর রহমান, শাহীন মিয়া, মো. সোহাগ মিয়া, রুবেল মিয়া ও আমান উল্লাহ।
হলুদ দলের খেলোয়াল ছিলেন
আতিকুর রহমান, জিসান আহমেদ, শাকিল মিয়া, জাকারিয়া, সিয়াম মিয়া, তানভীর হোসেন, নুর মোহাম্মদ, সাকিব মিয়া।
উল্লেখ্য, মোট ৬টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এ ডিকবল টুর্নামেন্ট। প্রতিদিন ১টি করে খেলা অনুষ্ঠিত হবে। খেলা রেফারি হিসাবে দায়িত্ব পালন করেছেন এরাকার সুনামধন্য রেফারি শাহরিয়ার হাসান সবুজ। পুরো টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে স্পোর্টসমেইল২৪.কম।