শেরপুরে এক বছর বিরতির পর শুরু হলো ‘সাইফ পাওয়ার ব্যাটারি জেলা ফুটবল লিগ-২০১৮’। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকেলে স্থানীয় শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে এ লিগের খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় গত লিগের চ্যাম্পিয়ন রাইজিং স্পোর্টিং ক্লাব ২-১ গোলে দূর্বার তরুণ সংঘকে পরাজিত করেছে। রাইজিং ক্লাবের পক্ষে অধিনায়ক কবীর ও মোর্শেদ এবং দূর্বারের পক্ষে হান্নান একটি করে গোল করেন।
বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। খেলা শুরুর আগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল বেলুন ও পায়রা উড়িয়ে জেলা ফুটবল লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাকিম বাবুলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা কহিনুর বেগম বিদ্যুৎ এবং জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় দূর্বার তরুণ সংঘকে ২-১ গোলে হারায় রাইজিং স্পোর্টিং ক্লাব
বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) আয়োজনে এবারের ফুটবল লিগে ডিএফএ’র তালিকাভুক্ত ১১টি ক্লাব ও একটি উপজেলা ক্রীড়া সংস্থা দল প্রতিদ্বন্দ্বিতা করছে।
দলগুলো হলো
রাইজিং স্পোর্টিং ক্লাব, কাকলী স্পের্টিং ক্লাব, দূর্বার তরুণ সংঘ, সবুজসেনা, মোহাম্মদ আলী স্পোর্টিং ক্লাব, অগ্রগামী ক্লাব, উত্তরা স্পোর্টিং ক্লাব, প্রবীণ একাদশ, কুসুমকলি স্পোর্টিং ক্লাব, হিমাচল ক্লাব, শ্রীবরদী উপজেলা ক্রীড়া সংস্থা ও অ্যাকটিভ ক্লাব।