বাংলাদেশ উশু ফেডারেশনের ব্যবস্থাপনায় মিনিস্টার কাপ ১৩তম জাতীয় উশু চ্যাম্পিয়নশীপ-২০১৮ শুরু হচ্ছে। বুধবার (২৪ অক্টোবর) মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ চ্যাম্পিয়নশীপ শুরু হবে।
ওই দিন সকাল সাড়ে ১০টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ বিষয়ে আজ (মঙ্গলবার) বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, টুর্নামেন্ট আয়োজক কমিটির চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেন এবং বাংলাদেশ উশু ফেডারেশনের সহসভাপতি শামীম খান টিটু এ সময় উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, উশু খেলা এক ধরনের মেডিটেশন। স্বাস্থ্যের জন্য এটি বেশ উপকারী। তবে আমাদের দেশে এর প্রচলন নেই। এই টুর্নামেন্ট উশু খেলা প্রসারে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পরে তিনি টুর্নামেন্টের লেগো উন্মোচন করেন।
চার দিনব্যাপী টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৭ অক্টোবর।