নভেম্বরে দেশের মাটিতে ছেলেদের হকি বিশ্বকাপ। মেগা টুর্নামেন্টের ওপেনিং মাঠে হাজির থাকবেন বলিউড কিং শাহরুখ খান। বিশ্বকাপের ওপেনিংয়ে শাহরুখের উপস্থিত থাকার কথা জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। কেরিয়ারের সেরা সময়ে হকি কোচ কবীর খানের ভূমিকায় চাক দে ইন্ডিয়া সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ। পর্দায় সেই কবিরই এবার বিশ্বকাপ উদ্বোধনে মাঠে থাকতে চলেছেন।
২৭ নভম্বর ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে ছেলেদের বিশ্বকাপের আসরে ঢাকে কাঠি পড়তে চলেছে। ২৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করবে ‘মেন ইন ব্লু।’ গ্রুপ পর্বে ভারতের অন্য দুটি ম্যাচ যথাক্রমে ২ (বেলজিয়াম) ও ৮ ডিসেম্বর (কানাডা)।
উদ্বোধনে শাহরুখের উপস্থিতির কথা জানিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী টুইটে লিখেছেন, ‘ভারতীয় হকির সমর্থনে মাঠে এসে দলকে সমর্থনের অনুরোধে সাড়া দিয়েছেন কিং খান। সেজন্য তাঁর কাছে আমরা কৃতত্ব৷ শাহরুখকে স্বাগত জানাতে তৈরি ওড়িশা।’
ভারতীয় দলের অন্যতম প্রধান খেলোয়াড় মনপ্রীত সিংও শাহরুখকে মাঠে এসে দলকে সমর্থন করার জন্য অনুরোধ জানিয়েছিলেন।
মনপ্রীত সিংও বাদশাকে উদ্দেশ করে টুইটারে লিখেছেন, ‘আপনার হকি প্রেমের কথা কারুর অজানা নয়। ভারতীয় দলের সমর্থনে আপনি মাঠে আসতে পারলে কৃতজ্ঞ থাকব। এবার আপনিও আসুন, বিশ্ববাসীকে দেখিয়ে দিন আপনি হকির কত বড় সমর্থক৷’
পালটা টুইটে বলিউড কিং শাহরুখ লিখেছেন, ‘ ভারতীয় হকির সমর্থনে সব সময় নিজেকে উজার করে দিতে তৈরি। অবশ্যই উদ্বোধনের দিনে মাঠে থাকব।’