যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেছেন, নারী পুরুষ সবাই মিলে ক্রীড়ার মাধ্যমে আরও বেশি করে বিশ্বের সামনে বাংলাদেশকে তুলে ধরতে হবে। রোববার রাজধানীর ধানমন্ডিতে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত ৩ দিনব্যাপী আন্তঃবিভাগীয় মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, অন্যান্য ক্ষেত্রের অবদান থাকলেও বিশ্বে খেলার মাধ্যমেই বাংলাদেশের পরিচিতি। সম্প্রতি ক্রীড়াঙ্গনে মেয়েদের সাফল্যে আমরা গর্বিত। জাতীয় পর্যায়ে নতুন ফুটবল খেলোয়াড় তৈরি এবং ফুটবলের জাগরণ সৃষ্টির লক্ষ্যে এ বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ (অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
ফুটবলের নবজাগরণে এবারের আয়োজন সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছে। আগামী বছর থেকে মেয়েদের জন্য বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেয়েদের প্রশিক্ষণ ও প্রতিযোগিতা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিন্দন জানিয়েছেন প্রতিমন্ত্রী। মেয়েদের খেলার মান উন্নয়নে ক্রীড়াঙ্গনে আগামীতেও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থাকে প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানান তিনি।
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মাহাবুব আরা বেগম গিনি এমপির সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য দিলারা বেগম আসমা এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা হামিদা বেগম উপস্থিত ছিলেন।
৩ দিনব্যাপী প্রতিযোগিতায় ৮টি বিভাগ থেকে ১৪টি জেলার মোট ১৬৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে।