মাথায় টিপ, গলায় ওড়না৷ পরনে শাড়ি৷ এটাই ছিল ক্রিকেটার গৌতম গম্ভীরের সাজ৷ হঠাত্ এরকম সাজলেন কেন গম্ভীর? আসলে অনুষ্ঠানটি ছিল রূপান্তরকামীদের৷ তাই রূপান্তরকামী সমাজের প্রতিনিধি হতেই একদিনের জন্য মহিলা সাজলেন তিনি৷
ভারতের দিল্লির 'হিজড়া হাব্বা' সপ্তম এডিশনের সূচনায় বিশেষ অতিথি ছিলেন গৌতম গম্ভীর৷ তাই একেবারে রূপান্তরকামী সেজেই অনুষ্ঠানটিতে যোগ দেন তিনি৷ সম্প্রতি সেকশন ৩৭৭ নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট৷ গম্ভীর সেই রায়কেই উদযাপন করলেন৷
হিজড়া হাব্বার বার্ষিক এই অনুষ্ঠান এ বছর দিল্লির একটি শপিং মলে অনুষ্ঠিত হয়৷ এ বারের থিম ছিল, ‘বর্ন দিস ওয়ে’৷ এই অনুষ্ঠানে রূপান্তকামীরা একসঙ্গে জড়ো হয়ে সমাজে নিজেদের অধিকার নিয়ে চর্চা করেন৷