কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ফারাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৭ এএম, ০১ নভেম্বর ২০১৭
কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ফারাহ

দীর্ঘদিনের কোচ আলবার্তো সালাজারের সঙ্গে আর কাজ করছেন না বৃটিশ ট্র্যাক অ্যান্ড ফিল্ডের তারকা মো ফারাহ। কিন্তু এর পিছনে সালাজারকে ঘিরে ডোপিং অভিযোগের কোন সম্পর্ক নেই বলেই ফারাহ নিশ্চিত করেছেন।

দ্য সান পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে ১০ হাজার ও ৫ হাজার মিটারে চারটি অলিম্পিক স্বর্ণজয়ী ফারাহ বলেছেন, বৃটেনে ফিরে আসার কারণেই তিনি আর সালাজারের সঙ্গে আর কাজ করতে চাচ্ছেন না।

সোমালিয়ায় জন্মগ্রহণকারী ৩৪ বছর বয়সী দুরপাল্লার দৌড়ের এই তারকা ২০১১ সাল থেকে সালাজারের সঙ্গে পোর্টল্যান্ডের একটি ওরেগন প্রজেক্টে অনুশীলন শুরু করেন। ঐ বছরই প্রথমবারের মত ডায়েগুতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশীপে ৫ হাজার মিটারে স্বর্ণ জয় করে ফারাহ নিজের প্রতিভার প্রমাণ দেন।

কিন্তু সালাজারের অনুশীলন প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্র অ্যান্ডি ডোপিং এজেন্সি হঠাৎ করেই অভিযোগ উত্থাপন করে। চলতি বছর তাদের দেয়া এক রিপোর্টের ভিত্তিতে জানা গেছে, সালাজার অ্যান্টি ডোপিং এজেন্সির দেয়া অনুমোদিত ঔষুধের বাইরে অন্য ওষুধ ব্যবহার করেছেন। যদিও পুরো বিষয়টি অস্বীকার করেছেন সালাজার।

এদিকে ফারাহ স্পষ্টভাবে জানিয়েছেন সালাজারের সঙ্গে কাজ না করার সিদ্ধান্তের পিছনে তার বিরুদ্ধে আনা অভিযোগের কোন সম্পর্ক নেই। তিনি বলেন, ‘আমি এখন আর নাইকি ওরেগন প্রজেক্টে থাকছি না। কিন্তু এর পিছনে ডোপিংয়ের অভিযোগের কোন যোগাযোগ নেই। গত দুই বছর যাবত এই পরিস্থিতির মধ্যে আমরা আছি। তাকে ছাড়ার সিদ্ধান্ত একান্তই আমার ব্যক্তিগত।’

‘আমি সবসময়ই বলে আসছি যতদিন ক্রীড়ার মধ্যে থাকবো সুন্দরভাবেই থাকব। আমি এতে বিশ্বাস করি। যে কেউ আইন ভঙ করুক না কেন, তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। আলবার্তো যদি সীমা লঙন করে থাকে তাহলে তাকেও শাস্তি পেতে হবে। আমি আগে যদি কখনো তার বিরুদ্ধে এই ধরনের কোন অভিযোগের সত্যতা জানতে পারতাম তবে এত দীর্ঘ সময় তার সাথে থাকতাম না।’

ফারাহ আরও বলেন, ‘আমি তাকে ছেড়েছি তার সহজ কারণ হচ্ছে আমি পরিবারকে নিয়ে লন্ডনে ফিরে এসেছি। আমরা সবাই এখানে থাকতে দারুণ পছন্দ করি। এখানে আমার পুরো পরিবার রয়েছে। আমি ও আমার স্ত্রী চাই বাচ্চারা লন্ডনে বেড়ে উঠুক। তাদের সাথে সময় কাটানোর এটাই সঠিক সময়।’



শেয়ার করুন :