ব্যাংকারদের নিয়ে শুরু হচ্ছে ব্যাংকার্স কাপ ক্রিকেট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪২ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৮
ব্যাংকারদের নিয়ে শুরু হচ্ছে ব্যাংকার্স কাপ ক্রিকেট

ব্যাংকিং পেশায় সরাসরি সম্পৃক্তদের অংশগ্রহণে আগামী মাসে মাঠে গড়াচ্ছে ব্যাংকার্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট। ব্যাংকিং পেশার ব্যস্ত জীবন থেকে স্বস্তি এবং পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্য বাড়াতে ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছে ইমেগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড।

স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, এবি ব্যাংক লিমিটেডসহ দেশের বেশ ক’টি শীর্ষ ব্যাংক ইতোমধ্যেই টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করেছে।

টুর্নামেন্টের উপদেষ্টা পরিষদে রয়েছেন সাবেক জাতীয় ক্রিকেটার ও ব্যাংকার ইশতিয়াক আহমেদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন এবং ব্যাংকার সাদউল্লাহ।

সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেন, ‘ব্যাংকার্স কাপ ক্রিকেটের মাধ্যমে ক্রিকেটারদের ভবিষ্যৎ জীবন সুরক্ষিত হবে। ক্রিকেটের পাশাপাশি পড়াশোনা চালিয়ে গেলে যে পরবর্তী পেশা নিয়ে আর অনিশ্চয়তায় থাকতে হবে না।’

জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ব্যাংকার ইশতিয়াক আহমেদ বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে সার্ভিসেস দলগুলোর অংশগ্রহণে নানা ধরনের স্পোর্টস ইভেন্ট হয়। পেশাদার ক্রীড়াবিদদের জন্য ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। বাংলাদেশে আগে বিচ্ছিন্নভাবে এ ধরনের টুর্নামেন্ট হয়েছে। কিন্তু এখন থেকে নিয়মিত এ টুর্নামেন্ট আমরা আয়োজন করতে চাই।’

রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের (দ্বিতীয়) ক্রিকেট মাঠ ও গুলশান ইয়ুথ ক্লাবে হবে ১২ দলের অংশগ্রহণে টি-টোয়েন্টি ফরমেটের এ টুর্নামেন্ট। আগামী ৬ নভেম্বর গুলশান ইয়ুথ ক্লাবে হবে শিরোপা নির্ধারনী ফাইনাল।



শেয়ার করুন :


আরও পড়ুন

বঙ্গবন্ধু স্যাটেলাইটে সম্প্রচার হবে সাফ ফুটবলের খেলা

বঙ্গবন্ধু স্যাটেলাইটে সম্প্রচার হবে সাফ ফুটবলের খেলা

বালজিং ডিস্কে আক্রান্ত কোহলির স্ত্রী আনুষ্কা

বালজিং ডিস্কে আক্রান্ত কোহলির স্ত্রী আনুষ্কা

দক্ষিণ আফ্রিকায় চালু হচ্ছে নতুন টি-টোয়েন্টি লিগ

দক্ষিণ আফ্রিকায় চালু হচ্ছে নতুন টি-টোয়েন্টি লিগ

এশিয়া কাপের জটিলতা দূর করলো আইসিসি

এশিয়া কাপের জটিলতা দূর করলো আইসিসি