কার্যনির্বাহী কমিটি বাতিল করে আরও পাঁচটি ফেডারেশনে নতুন এ্যাডহক কমিটির ঘোষণা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ফেডারেশনগুলো হলো- হ্যান্ডবল, সাইক্লিং, জুডো, এ্যামেচার রেসলিং ও রাগবি।
বুধবার (১৯ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত একাধিক প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট ফেডারেশনের বিদ্যমান কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী ভেঙে এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
ক্রীড়াঙ্গনে সংস্কারের অংশ হিসেবে গত ১৫ নভেম্বর ৯টি ফেডারেশনে এ্যাডহক কমিটি গঠন করেছিল সরকার। দুই মাস ১৪ দিন পর গত ২৮ জানুয়ারি সাতটি ফেডারেশনে এ্যাডহক কমিটি গঠন করে। এরপর নতুন করে আরও পাঁচটি এ্যাডহক কমিটি দেওয়া হলো।
বাংলাদেশ হ্যান্ডল ফেডারেশনের সভাপতি করা হয়েছে মেজর জেনারেল সারোয়ার ফরিদকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক জাতীয় দলের খেলোয়াড় ও সংগঠক সালাউদ্দিন আহমেদকে।
অন্যান্য ফেডারেশনগুলোর মধ্যে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনে সভাপতি- সাইফুল ইসলাম (ব্র্যাক ইপিএল’র পরিচালক), সাধারণ সম্পাদক- আবু হেনা মস্তফা কামাল (জাতীয় দলের সাবেক খেলোয়াড়)।
বাংলাদেশ জুডো ফেডারেশনে সভাপতি- ফিরোজ আহমেদ (চেয়ারম্যান, এলিট পেইন্ট এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ), সাধারণ সম্পাদক- সৈয়দ জান্নাত আরা (সাবেক খেলোয়াড়, সংগঠক)।এ্যামেচার রেসলিং ফেডারেশনে সভাপতি- ব্রিগেডিয়ার জেনালের ফকরুদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক- মাহবুবুল আমিন জীবন।
এছাড়া বাংলাদেশ রাগবি ফেডারেশনে সভাপতি- আব্দুল্লাহ আল জহির স্বপন এবং সাধারণ সম্পাদক হিসেবে আখতার জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে।