ক্যারিয়ারের শুরু থেকেই নানা বিতর্কে জড়ানো শেখ মোরসালিনের বিরুদ্ধে এবার যৌতুকের মাললা করলেন স্ত্রী সেজুতি বিনতে সোহেল। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বুধবার (২৬ ফেব্রুয়ারি) এ মামলা করা হয়।
আদালত বাদীর জবানবন্দি রেকর্ড গ্রহণ করে মোরসালিনকে আদালতে হাজির হতে সমন জারি করা করেছেন। বাদীপক্ষের আইনজীবী মো. ইশফাকুর রহমান গালিব সংবাদ মাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২৯ নভেম্বর শেখ মোরসালিনের সঙ্গে সেজুতি বিনতে সোহেলের ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই মোরসালিন তার কাছে গাড়ি কেনার জন্য ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক চাওয়া নিয়ে দুই পরিবারের মাঝে তখন থেকেই চলছে দ্বন্দ্ব।
সেজুতির অভিযোগ, মোরসালিন তার পরিবারকে হুমকি দিয়েছে। আর এতেই তিনি মামলা দায়ের করেছেন।
২০২৩ সালে মালদ্বীপ থেকে ফেরার পথে মদ বহনের অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন মোরসালিন।