২০১৫ সালে বিভাগ ঘোষণা করা হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আলাদা বিভাগ নামে ময়মনসিংহ মর্যদা পায়নি। বিষয়টি নিয়ে বিভাগের সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং ক্রীড়া সংগঠকরা সবর হয়েছেন। তারই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিষয়টি খতিয়ে দেখতে বিসিবিকে চিঠি দিয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবি বরাবর চিঠি ইস্যু করা হয়। এর আগে স্পোর্টসমেইলে প্রকাশিত নিউজসহ এনএসসিতে ময়মনসিংহকে আঞ্চলিক ক্রিকেট সংস্থা করার একটি দাবি পেশ করা হয়।
বিসিবিতে এনএসসি'র পাঠানো চিঠিতে বলা হয়, প্রশাসনিক বিভাগ হিসেবে ময়মনসিংহ বিভাগ বেশ আগেই সরকার কর্তৃক স্বীকৃতি পেয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ অনুসারে ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থা একটি স্থানীয় ক্রীড়া সংস্থা হিসেবে অনুমোদনপ্রাপ্ত।
আঞ্চলিক ক্রিকেট সংস্থার মর্যদা চায় ময়মনসিংহ
চিঠিতে বলা হয়, বিসিবি’র বিদ্যমান গঠনতন্ত্র মোতাবেক ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থা অন্যান্য বিভাগের ন্যায় একটি পৃথক আঞ্চলিক ক্রিকেট সংস্থা হিসেবে এখনো স্বীকৃতি পায়নি। এতদসংক্রান্তে ময়মনসিংহের ক্রীড়ামোদীগণ সদয় বিবেচনার জন্য একটি দাবী পেশ করেছেন, যা জাতীয় ক্রীড়া পরিষদের নজরে এসেছে।
বিসিবি সভাপতি বরাবর পাঠানো চিঠিতে আরও বলা হয়, বর্ণিতাবস্থায়, ময়মনসিংহের ক্রীড়ামোদীগণ কর্তৃক পেশকৃত দাবীটি যথাযথ পরীক্ষান্তে খতিয়ে দেখা যায় কি-না, তা পর্যালোচনা করা যেতে পারে।