বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক নাঈমুর রহমান দুর্জয়ের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দের আদেশ দিয়েছে আদালত। একই সাথে তার ১২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২১ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে বলা হয়, এমপি (মানিকগঞ্জ-১ আসন) থাকাবস্থায় তিনি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মোট ১১ কোটি ২১ লাখ ৮১ হাজার ৭৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড থেকে ৪ কোটি ২২ লাখ টাকা নিয়েছেন। এছাড়া তার নিজের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ১৩টি ব্যাংক হিসাব ও ব্যবসা প্রতিষ্ঠানের ৯টি ব্যাংক হিসাবে মাধ্যমে মোট ৪৭ কোটি ১৯ লাখ ৩৭ হাজার ৬৯০ টাকা জমা হয়েছে।
এসব হিসাব থেকে ৪৬ কোটি ৪৬ লাখ ৬১ হাজার ৯৬০ টাকা উত্তোলন করা হয়েছে। ‘দুর্নীতি ও ঘুষ’ থেকে পাওয়া এ অর্থের উৎস গোপন ও স্থানান্তর, হস্তান্তরের অভিযোগে তার বিরুদ্ধে দুদক মামলা করে।
ছাত্র আন্দোলনে আওয়ামী সরকার ক্ষমতা হারানোর পর গত ২৬ সেপ্টেম্বর দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের ব্যাংক হিসাব তলব করে দুদক। ৩ অক্টোবর তাদের দু’জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।