সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৭ পিএম, ১৯ জানুয়ারি ২০২৫
সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। চেক প্রতারণার এক মামলায় রোববার সিএমএম আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) জিয়াদুর রহমান এ আদেশ দিয়েছেন।

জানা গেছে, চেক প্রতারণার অভিযোগে গত ১৫ ডিসেম্বর সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে আইএফআইসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সাহিবুর রহমান মামলা দায়ের করেছিলেন। আদালত সাকিবসহ চারজনকে আদালতে হাজির হতে সমন জারির আদেশ দিয়েছেন। একই সাথে মামলার পরবর্তী শুনানির জন্য ১৯ জানুয়ারি ঠিক করা হয়েছিল।

আজ রোববার (১৯ জানুয়ারি) সাকিব আদালতে হাজির না হলেও সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের পরিচালক ইমদাদুল হক ও মালাইকার বেগম আদালতে ‍উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। তবে শুনানি শেষে সাকিব আল হাসান ও অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহাগীর হোসাইনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ‘সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড’র চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করছেন সাকিব। সাত বছর আগে (২০১৭ সাল) আইএফসি ব্যাংকের বনানী শাখা থেকে প্রতিষ্ঠানটি দেড় কোটি টাকা ঋণ নেয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করেনি প্রতিষ্ঠানটি।

ছাত্র আন্দোলনে আওয়ামী সরকারের পতনের আগে থেকেই দেশের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। সাবেক ওই সরকারের এমপি থাকায় সাকিবের নামে দেশে হত্যা মামলায় দায়ের করা হয়েছে। রাজনৈতিক কারণে চলমান বিপিএলেও খেলছেন না সাকিব।

 


বিষয়ঃ

শেয়ার করুন :