সিলেট স্ট্রাইকার্সের সাথে যুক্ত হলো ‌‘ইউরোপের ক্রিকেট ক্লাব’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩০ এএম, ২৭ ডিসেম্বর ২০২৪
সিলেট স্ট্রাইকার্সের সাথে যুক্ত হলো ‌‘ইউরোপের ক্রিকেট ক্লাব’

ফ্রান্স এবং পুরো ইউরোপের প্রতিনিধিত্বকারী ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠান “Academie de cricket de Stains” এখন সিলেট স্ট্রাইকার্স পরিবারের অংশ। শিগগিরই ইউরোপের ক্রিকেট ক্লাবটির তিন বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার- সাফকাত জামান, তানবীর আজিজ এবং মাশদিদ জুবায়ের সিলেট স্ট্রাইকার্সের প্রস্তুতি ক্যাম্পে অংশ নেবেন।

সিলেট স্ট্রাইকার্স সবসময়ই ক্রিকেটের প্রসার এবং নতুন প্রজন্মকে খেলায় অনুপ্রাণিত করার জন্য কাজ করে আসছে। এ সহযোগিতার মাধ্যমে স্ট্রাইকার্স পরিবার ক্রিকেটের সামগ্রিক অগ্রগতিতে আরও এক ধাপ এগিয়ে গেল।

এ অংশীদারিত্বের ফলে ইউরোপের ক্রিকেট ক্লাবটির তিন বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার- সাফকাত জামান, তানবীর আজিজ, এবং মাশদিদ জুবায়ের শিগগিরই সিলেট স্ট্রাইকার্সের প্রস্তুতি ক্যাম্পে অংশ নেবেন। তারা প্রথম ফরাসি ক্রিকেটার হিসেবে শীর্ষস্থানীয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের প্রস্তুতিতে যুক্ত হতে যাচ্ছেন।

এ তিন ক্রিকেটারের সংযুক্তি শুধুমাত্র ফ্রান্সের ক্রিকেটের বিকাশে নয়, বরং বিশ্ব ক্রিকেটে ইউরোপের অবস্থান আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিলেট স্ট্রাইকার্স তাদের দক্ষতা বিকাশে সর্বাত্মক সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।



শেয়ার করুন :