বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হয়েছে। বিষয়টির জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সাথে পেজটি উদ্ধারে কাজ করা হচ্ছে বলেও জানানো হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল ফেসবুক ছাড়া জাতীয় দলের আলাদা আরও একটি ফেসবুক পেজ রয়েছে। “Bangladesh National Football Team” নামের পেজটিতে ৭৮ হাজার ফলোয়ার রয়েছে।
পেজটিতে গিয়ে দেখা যায়, হ্যাক হওয়ার পর থেকে পেজটিতে বিভিন্ন ভিডিও প্রকাশ করা হচ্ছে।
বাফুফের মিডিয়া হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানায়, পেজটি ফিরে পেতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাজ করছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত!
Bangladesh national football team's Facebook page hacked...#BFF #Facebook pic.twitter.com/JRPvDHRQf9
— Sportsmail24.com (@sportsmail24) December 8, 2024
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পেজ হ্যাক হলেও বাফুফের অফিসিয়াল পেজটি ঠিক রযেছে। যেখানে ৭ লক্ষ্য ৭৪ হাজার ফলোয়ার রয়েছে।