কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে স্বর্ণ জয়ী শুটার সাদিয়া সুলতানা আর নেই। সোমবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শুটার সাদিয়া সুলতানার মৃত্যুর খবর বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন (বিএসএসএফ) থেকে নিশ্চিত করা হয়েছে। একই সাথে সাদিয়া সুলতানার মৃত্যুতে শোক জানিয়ে বিএসএসএফ।
জানা গেছে, দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন সাদিয়া। সোমবার (২ ডিসেম্বর) বাড়ির ছাদ থেকে লাফ দিয়েছিলেন তিনি। সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করানো হলেও আর ফিরেননি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের এ নারী শুটার।
২০১৭ সালে আগ্নিদগ্ধ হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন সাদিয়া। সেখান থেকে সুস্থ হলেও দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
২০১০ সালের কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জিতেছিলেন সাদিয়া। দলগত ইভেন্টে দিল্লির ওই আসর থেকে শারমিন আক্তার রত্নার সঙ্গে জুটি গড়েও স্বর্ণ পদক জিতেছিলেন তিনি।