নারী ক্রিকেটারদের নানা সমস্যার সমাধান, উন্নয়ন, অগ্রগতি ও বিপদ-আপদে পাশে থাকার প্রত্যয় নিয়ে গঠিত হলো ‘বাংলাদেশ নারী ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন’ (বিডব্লিউসিএ)। শুক্রবার (১ নভেম্বর) মিরপুরে ক্রীড়া পল্লীতে এক সভায় ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়।
বাংলাদেশের নারী ক্রিকেট হাটিহাটি পা পা করে অনেকটা পথ পাড়ি দিয়েছে। পুরুষ দল না পারলেও ২০১৮ আসরে এশিয়া কাপ চ্যাম্পিয়ন (ক্রিকেট) হয়েছে বাংলার নারীরা। বেড়েছে নারী ক্রিকেটের ব্যাপ্তি ও প্রসার।
মূলত বাংলাদেশের ক্রিকেটের এ অগ্রযাত্রায় সামিল হওয়ার জন্য সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়।
শুক্রবার শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন ক্রীড়া পল্লীতে সভা অনুষ্ঠিত হয়
গঠিত কমিটিতে সকলের সমর্থনে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেট ও বর্তমানে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করা সাথিরা আক্তার জেসি। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রোমানা আহমেদ।
পূর্ণাঙ্গ কমিটি:
সভপতি : সাথিরা আক্তার জেসি
সাধারণ সম্পাদক: রোমানা আহমেদ।
সিনিয়র সহ-সভাপতি: ডলি সরকার
সহ-সভাপতি (১): সালমা খাতুন
সহ-সভাপতি (২): পাপিয়া হক
সহ-সাধারণ সম্পাদিক : রেশমা আক্তার
সাংগঠনিক সম্পাদক: মাকসুদা লিসা
অর্থ সম্পাদক : ফারজানা আক্তার ববি
প্রচার সম্পাদক: আরিফা জাহান বিথি
দপ্তর সম্পাদক: রাশেদা রহমান রুবি
৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে যারা
রূপা আক্তার (ইয়ামিন), সূবর্ণা ইসলাম, সুরাইয়া আজমিন ছন্দা, ইতি মন্ডল, ফাতেমা তুজ জোহরা, সুমনা আক্তার এবং অণু আক্তার।