‘ক্রীড়া সংস্থায় একই পদে দুই বারের বেশি নয়’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৪
‘ক্রীড়া সংস্থায় একই পদে দুই বারের বেশি নয়’

দেশের কোনো ক্রীড়া সংস্থায় কেউ একই পদে দুই মেয়াদের বেশি থাকতে পারবে না। ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, কোচ ও রেফারিদের সঙ্গে মতবিনিময় শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এমন তথ্য জানিয়েছেন।

জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে মতামত পেশ করেন ক্রীড়াঙ্গনের বিভিন্ন স্তরের ২৬ জন। এরপর যুব ও ক্রীড়া উপদেষ্টা বক্তব্য রাখেন।তিনি বলেন, “ক্রীড়া সংস্থাতে দুই মেয়াদের বেশি কেউ একই পদে থাকতে পারবে না। খেলা বা ফেডারেশনের প্রয়োজনে ওই ব্যক্তি অন্য পদে কাজ করতে পারবেন, তবে একই পদে দুই বারের বেশি নয়।”

তিনি বলেন, “অনেকেই ফেডারেশনের পদকে দায়িত্ব নয়, ক্ষমতার অংশ মনে করে। আমরা সেটা রোধে কাজ করছি। ক্রীড়াঙ্গনে বিরাজনীতিকরণ নিয়ে আমরা কাজ করছি। একজন ব্যক্তির রাজনৈতিক পরিচয় থাকতে পারে, তবে ক্রীড়াঙ্গনে যেন প্রভাব না পড়ে।”

এছাড়া মতবিনিয়ম সভায় অংশগ্রহণকারীদের লিখিতভাবে বা ইমেইলে জাতীয় ক্রীড়া পরিষদে মতামত প্রেরণের অনুরোধ জানানো হয়। পরে সেগুলো মূল্যায়ন করে ব্যবস্থা গ্রহণ করা হবে।



শেয়ার করুন :