সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৪
সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা

শেয়ার কেলেঙ্কারির অভিযোগের পর এবার জরিমানার মুখে পড়লেন ক্রিকেটার সাকিব আল হাসান। অভিযোগ প্রমাণ হওয়ায় সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সাকিবের বিরুদ্ধে এ জরিমানা করেছে।

বিজ্ঞপ্তিতে বিএসইসি জানায়, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দরে কারসাজির ঘটনায় সাকিবকে এ জারিমানা করা হয়েছে।

সাকিবকে একমাত্র কষ্ট দেয় ক্রিকেট খেলতে না দেওয়া

একই ঘটনায় আরেক বিতর্কিত সরকারি কর্মচারী আবুল খায়ের ওরফে হিরুকে ২৫ লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ টাকা, মোনার্ক মার্ট লিমিটেডকে এক লাখ টাকা, আবুল কালাম মাতবরকে ১০ লাখ টাকা, লাভা ইলেক্ট্রোড ইন্ডাস্ট্রিজকে এক লাখ টাকা এবং জাহেদ কামালকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সুযোগ পেলে সিনেমাতেও অভিনয় করবেন সাকিব

সাকিবের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ব্যক্তিগতভাবে এবং মালিকানায় থাকা কোম্পানির বিও হিসাবের মাধ্যমে শেয়ার দরে কারসাজি করেছেন। ওই ঘটনায় সাকিবের কাছে ব্যাখ্যাও চেয়েছিল নিয়ন্ত্রক সংস্থা।

২০২২ সালে বিএসইসির এক তদন্ত প্রতিবেদনে শেয়ার কারসাজির অভিযোগে সাকিবের নাম ওঠে আসে। শেয়ার বাজার উন্নয়নে ভূমিকা রাখতে ২০১৭ সালে সাকিব আল হাসানকে শুভেচ্ছা দূতও করেছিল বিএসইসি।


বিষয়ঃ

শেয়ার করুন :