ভারতের ভিসা সেন্টারে জাতীয় দলের ক্রিকেটাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫২ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৪
ভারতের ভিসা সেন্টারে জাতীয় দলের ক্রিকেটাররা

দুটি টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তার আগে ভিসার জন্য ভারতীয় ভিসা সেন্টারে যেতে হলো টাইগারদের। সোমবার (৯ সেপ্টম্বর) ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে যান মিরাজ-লিটন দাসরা।

ভারত সফরে এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ। স্বাগতিক ভারতের বিপক্ষে ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট দিয়ে টাইগাররা শুরু করবে মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।

ভারতীয় ভিসা সেন্টারে যাওয়ার আগে সোমবার সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন করে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। মিরপুরে ব্যস্ত সময় পার করার পর দুপুরে ভারতীয় ভিসা সেন্টারে যান তারা।

স্কোয়াড ঘোষণা না হলেও টেস্ট ও টি-টোয়েন্টি উভয় দলের ক্রিকেটাররা হাজির হয়েছেন ভারতীয় ভিসা সেন্টারে। তাদের সাথে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং বিসিবির কোচিং স্টাফের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সবকিছু ঠিক থাকলে ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ দলের ১৫ সেপ্টেম্বর ঢাকা ছাড়ার কথা রয়েছে। এরপর তিনদিনের প্রস্তুতি শেষে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ-ভারতের প্রথম ম্যাচ চেন্নাই এবং কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। এরপর ৬ অক্টোবর গোয়ালিয়র, ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলবে ভারত এবং বাংলাদেশ দল।

পাকিস্তান সফরে ইতিহাস গড়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিক পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে নাজমুল-সাকিবরা। এবার বাংলাদেশের সামনে শক্তিশালী। বাংলাদেশের সফর উপলক্ষে ইতিমধ্যে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারত।

এদিকে, পাকিস্তান সিরিজ শেষে দলের সাথে দেশে ফেরেননি হত্যা মামলার আসামী হওয়া সাকিব আল হাসান। তবে ভারত সফরে খেলবেন তিনি। কাউন্টি ক্রিকেটে যোগ দেওয়া সাকিব সরাসরি ভারতে দলের সাথে যোগ দেবেন।



শেয়ার করুন :