বিসিবি সভাপতির সাথে ছাত্র-ক্রিকেটার-শিক্ষকদের সাক্ষাৎ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৯ পিএম, ২৯ আগস্ট ২০২৪
বিসিবি সভাপতির সাথে ছাত্র-ক্রিকেটার-শিক্ষকদের সাক্ষাৎ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাবেক ক্রিকেটার ও শিক্ষকরা বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময়ে তারা পরস্পর শুভেচ্ছা বিনিময় করেন।

বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডে ফারুকের সঙ্গে তারা সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এরপর বোর্ডের নতুন পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গেও সাক্ষাৎ করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তিতুমীর বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মোহাম্মদপুর গভমেন্ট স্কুল এন্ড কলেজ, ফিরোজা বাসার আইডিয়াল স্কুল এন্ড কলেজ ও মিরপুর বাংলা কলেজের প্রতিনিধিরা বোর্ড সভাপতি ফারুক ও পরিচালক ফাহিমকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

২১ আগস্ট নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হন ফারুক আহমেদ। বিসিবি পরিচালকের পদ থেকে জালাল ইউনুসের পদত্যাগের পর তার শূন্য পদে ফারুক আহমেদকে পরিচালক হিসেবে প্রথমে আনা হয়।

এরপর পরিচালনা পর্ষদের ভোটে তিনি সভাপতি নির্বাচন হন। একই দিন পরিচালক হিসেবে বিসিবিতে অন্তর্ভুক্ত হয়েছেন অভিজ্ঞ কোচ নাজমুল আবেদীন ফাহিম।


বিষয়ঃ

শেয়ার করুন :