দেশের বন্যা কবলিত এলাকায় সহায়তার জন্য এক কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ টাকার মধ্যে ৩০০ প্যাকেট শুকনা খাবার দেওয়া হবে।
শনিবার (২৪ আগষ্ট) বিসিবির এক বৈঠক শেষে সভাপতি ফারুক আহমেদ সংবাদত মাধ্যমে এ তথ্য জানান।
তিনি বলেন, “এই এমাউন্টটা (এক কোটি টাকা) এখন পর্যন্ত চিন্তা করেছি, এর বাইরে আমরা সব সময়ই সাহায্য করতে চাই। শুরুতে আমরা এক কোটি টাকা দেওয়ার প্ল্যান করেছি।”
বিসিবি সভাপতি বলেন, “আপনারা জানেন যে, এত বড় বন্যা এসেছে, যার জন্য আমরা সবাই খুবই দুঃখিত। বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব সময়ের মতোই এবারও বন্যার্তদের পাশে দাঁড়াবে।”
বিসিবির ত্রাণ সেনাবাহিনীর মাধ্যমে বিতরণ করা হবে বলে জানানো হয়। বলেন, “আমরা সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ পাঠাচ্ছি। এরপর একটা ফান্ড আছে প্রধান উপদেষ্টার (দুর্যোগ ও ত্রাণ তহবিল)। ওখানে আমরা একটা নগদ টাকা দেওয়ার চিন্তা ভাবনা করছি।”