হত্যা মামলার আসামী হওয়ায় সাকিব আল হাসানকে জাতীয় ক্রিকেট দল থেকে বাদ এবং দেশে পাঠাতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর এ আইনি নোটিশ পাঠানো হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এ নোটিশ পাঠান। নোটিশ মূলত সাকিব হাসানকে দেশে পাঠানোর বিষয়টি গুরত্ব দেওয়া হয়েছে।
আইনজীবী বলেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু অপরাধ মামলা রেকর্ড হয়েছে, তাই আইসিসির আইন অনুযায়ী তিনি জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন।
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গার্মেন্টসকর্মী রুবেল মারা যান। ওই ঘটনায় হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিব আল হাসানের বিরুদ্ধে বৃহস্পতিবার (২২ আগস্ট) আদাবর থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, চিত্রনায়ক ফেরদৌসসহ ১৫৬ জনকে আসামি করা হয়েছে।
সাকিব আল হাসান বর্তমানে পাকিস্তানে রয়েছেন। সেখানে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলছেন সাকিব। দেশে আন্দোলন চলাকালে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে কানাডায় ছিলেন সাকিব।