দেশের সকল ক্রীড়া সংস্থা ভেঙে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২০ পিএম, ২১ আগস্ট ২০২৪
দেশের সকল ক্রীড়া সংস্থা ভেঙে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ

অন্তর্বর্তীকালিন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের ক্রীড়াজ্ঞণে সংস্কারের হাত দিয়েছে। তারই ধারাবাহিকতায় এবার দেশের সকল জেলা, বিভাগ, উপজেলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে দেওয়া নির্দেশ দেওয়া হলো। একই সাথে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২১ আগষ্ট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া শাখা থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া-১ শাখা থেকে পাঠানো চিঠিতে বলা হয়, ক্রীড়া সংস্থাসমূহের কার্যক্রম সুষ্ঠু, সক্রিয়, সচল ও নির্বিঘ্ন রাখার প্রয়োজনে বিদ্যমান আইন মোতাবেক সরকারের উপর অর্পিত ক্ষমতাবলে বিভাগীয়, জেলা এবং উপজেলা (পুরুষ ও নারী) ক্রীড়া সংস্থার বিদ্যমান কমিটি নির্দেশক্রমে ভেঙ দেওয়া হলো।

একই সাথে স্থানীয় সর্বজন শ্রদ্ধেয় ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গের সমন্বয়ে স্ব স্ব ক্ষেত্রে এ্যাডহক কমিটি গঠন করে তার অনুমোদনের নিমিত্তে জাতীয় ক্রীড়া পরিষদে পাঠানোর জন্য বলা হয়েছে।

ফেডারেশনের মতো জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থায় নির্বাচিত কমিটির মেয়াদ হয় চার বছর। ফেডারেশনের নির্বাচিত কমিটি ভাঙলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার শঙ্কা থাকলেও স্থানীয় ক্রীড়া সংস্থা ভাঙা-গড়ার ক্ষেত্রে জাতীয় ক্রীড়া পরিষদের এখতিয়ার রয়েছে।

যেখানে পদাধিকার বলে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার জেলা ক্রীড়া সংস্থা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি দায়িত্ব পালন করেন।


বিষয়ঃ

শেয়ার করুন :