দেশের খেলাধুলায় কোন দলীয়করণ থাকবে না বলে জানিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব।
আমিনুল হক বলেন, মাঠের ক্রীড়া সংগঠক যদি আওয়ামী লীগও করে তাদেরকেও আমরা সুযোগ দেব। আমরা সবাইকে নিয়ে খেলাধুলার উন্নয়নে কাজ করতে চাই। দলীয়করণ না করে আমরা বাংলাদেশ স্পোর্টস নিয়ে কাজ করবো।
শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় রাজধানী মিরপুরের একটি হোটেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত এক মতবিনিময় সভায় আমিনুল হক এসব কথা বলেন। সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন আরেক সাবেক ফুটবলার লিটন খান।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, “আওয়ামী সরকার গত ১৭ বছরে যে সকল ভুল করেছে আমরা সেসব ভুল করতে চাই না। আওয়ামী লীগ দলীয়করণ ক্রীড়া সংগঠন করার কারণে এখন তারা পদত্যাগ করে পালিয়ে গেছে। বিপদে রয়েছে দেশের খেলোয়াড়রা।”
তিনি বলেন, “শেখ হাসিনা সরকার অবকাঠামো উন্নয়ন করলেও খেলোয়াড়দের কোন উন্নতি করেনি। আমরা সর্বপ্রথম খেলোয়াড়দের উন্নতি করবো। বিএনপি সরকার গঠন করলে সারাদেশে বিকেএসপির সংখ্যা বাড়ানো হবে।”
দেশের সাবেক খেলোয়াড়দের সংগঠন জাতীয়তাবাদী ক্রীড়াদল সুন্দভাবে ঠেলে সাজানো কথা উল্লেখ করে আমিনুল হক বলেন, “সুন্দর বাংলাদেশ গড়তে আমাদের সকলের কাজ করতে হবে। দেশে আর কোন স্বৈরাচার যেন না আসে সে জন্য আমাদের সচেতন থাকতে হবে। আমি ধন্যবাদ জানাই দেশের তরুণ প্রজন্মকে। তাদের আন্দোলনের মাধ্যমে আমরা আজ স্বাধীনভাবে দেশ পরিচালনায় কাজ করতে পারছি।”
সাবেক এ অধিনায়ক বলেন, “দেশে হাজার হাজার ছাত্র ভাইকে হত্যা করা হয়েছে। আমি বিশ্বাস করি এই রক্ত বৃথা যাবে না। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের দেশব্যাপী কমিটি করার ক্ষেত্রে আরও সচেতন হতে হবে। যেন ভুঁইফোড় আমাদের মাঝে না আসতে পারে। যারা দুঃসময় দলের জন্য কাজ করেছে তাদেরকে আমরা সন্মান করবো। আমি বিশ্বাস করি সম্মানিত ব্যাক্তিরা দেশের জন্য কাজ করবে “
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত করেন আমিনুল হক। মতবিনিময় সভায় সারাদেশ থেকে আগত জাতীয় দলের সাবেক কৃতি খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।