যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ মাহমুদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২০ পিএম, ০৯ আগস্ট ২০২৪
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ মাহমুদ

নোলেব বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালিন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (৯ আগষ্ট) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষার্থীদের আন্দোলনের মাঝে শেখ হাসিনার সরকারের পতনের পর বুধবার (৮ আগষ্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথগ্রহণ করে। শপথগ্রহণের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাকিদের মাঝে দপ্তর বণ্টন করেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজের হাতে ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্ব রেখেছেন। বাকিগুলো মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালণের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসিফ আন্দোলনের ছয় সমন্বয়কের মাঝে একজন।

আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে। তার বাবার নাম মো. বিল্লাল হোসেন, মা রোকসানা বেগম।

পতন হওয়া শেখ হাসিনা সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে শেখ হাসিনা পদত্যাগ করায় কিশোরগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত পাপন তার পদ হারান।

এদিকে, নাজমুল হাসান পাপন মন্ত্রিত্ব হারালেও আইন অনুযায়ী এখনো বিসিবির সভাপতি। তবে দেশের এ অবস্থায় তিনি বিসিবির সভাপতির দায়িত্ব চালিয়ে যাবেন কিনা তা একান্তই নাজমুল হাসান পাপনের বিষয়।



শেয়ার করুন :