অযত্ন-অবহেলায় আইভি রহমান সুইমিংপুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৪ এএম, ৩১ অক্টোবর ২০১৭
অযত্ন-অবহেলায় আইভি রহমান সুইমিংপুল

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আইভি রহমান সুইমিংপুল পড়ে আছে অযত্ন-অবহেলায়। পানি পরিষ্কার করতে নেই ফিল্টারিং সিস্টেম। পলে ময়লা পানিতেই সাঁতার কাটতে হচ্ছে শিখতে আসা সবার।

এই সুইমিংপুলের দেখভাল করছে বাংলাদেশ সুইমিং ফেডারেশন। এখানে প্রশিক্ষণ দেওয়া হয় সাঁতার শিখতে আগ্রহীদের। ময়লা পানিতে দৈনিক ১ ঘণ্টা সাঁতার কাটার জন্য দিতে হয় দুইশ টাকা আর মাসিক ভর্তি ফি দুই হাজার টাকা।

পানি পরিষ্কার করার জন্য এই পুলে নেই কোন ফিল্টারিং সিস্টেম। প্রতি সপ্তাহে একবার পরিস্কার করা হয় পানি। ময়লা দূর্গন্ধ পানিতেই সাঁতার কাটতে হয় সাঁতারুদের। অযত্ন আর অবহেলায় বেহাল অবস্থা পুলের। বিপুল অর্থ খরচায় তৈরি দেশের ক্রীড়া স্থাপনা রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ।

সুইমিংপুলটির দিকে এবার সৃদৃষ্টি পড়বে কর্তৃপক্ষের এমন আশা সাঁতারুদের। সূত্র : ডিবিসি


বিষয়ঃ

শেয়ার করুন :