রাজধানী ঢাকার বেইলি রোডে ঘটে যাওয়া মর্মান্তিক অগ্নিকাণ্ডে হতাহত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সাথে বিপিএলের ফাইনাল ম্যাচের আগে হতাহতদের স্মরণে এক মিনিট নীবরতা পালন করা হয়।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৬ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন।
অগ্নিকাণ্ডের হতাহতদের আত্মার শান্তি কামনায় মিরপুরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনার ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।
নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের ক্রিকেটার, ম্যাচ অফিসিয়াল এবং বিসিবির কর্মকর্তারা মাঠে দাঁড়িয়ে এ নীরবতা পালনে অংশ নেন।
একই সময় মাঠে উপনস্থিত দর্শণার্থীরাও নিহতদের স্মরণে নীরবতা পালন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।