দ্বিতীয় বিয়ে করলেন ক্রিকেটার আল আমিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৬ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
দ্বিতীয় বিয়ে করলেন ক্রিকেটার আল আমিন

নানা ঘটনার পর ২০২২ সালে প্রথম স্ত্রী ইসরাত জাহানকে ডিভোর্স দিয়েছেন ক্রিকেটার আল আমিন হোসন। এবার বিপিএল চলাকালেই দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলা আল আমিন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে ফারজানার আক্তার প্রীতির সাথে দ্বিতীয় বিয়ে বন্ধনে আবদ্ধ হন আল আমিন। সোমবার (২৬ ফেব্রুয়ারি) হবে নব দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।

রাজধানীর একটি অভিজাত হোটেলে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আল আমিনের নববধূর নাম ফারজানা আক্তার প্রীতি। বাড়ি কুষ্টিয়া জেলায়।

২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসরাত জাহানকে বিয়ে করেছিলেন ক্রিকেটার আল আমিন। স্ত্রীর বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগ তুলে ডিভোর্স দেন তিনি।
sportsmail24আল আমিনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের কার্ড, ছবি : স্পোর্টসমেইল

আল আমিনের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ তুলেছেন স্ত্রী ইসরাত জাহান। আল আমিনের বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের মামলাও করা হয়।

মামলায় ইসরাত জাহান দাবি করেন, আল আমিনের সঙ্গে তার বিয়ে হয় ২০১২ সালে। তাদের দুটি সন্তান রয়েছে। গত বছরের ২৫ আগস্ট আল আমিন তার কাছে ২০ লাখ টাকা যৌতুক চান। টাকা না দেওয়ায় তাকে মারধর করেন আল আমিন।



শেয়ার করুন :