বিসিবির ডেপুটি মিডিয়া ম্যানেজার হলেন জাহিদ চৌধুরী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫১ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৪
বিসিবির ডেপুটি মিডিয়া ম্যানেজার হলেন জাহিদ চৌধুরী

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের সহকারী ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন মাছরাঙা টেলিভিশনের সিনিয়র ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ জাহিদুর রহমান চৌধুরী।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিসিবি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জাহিদ চৌধুরী মাছরাঙা টেলিভিশনে জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ ক্যারিয়ারে এর আগে তিনি ভোরের কাগজ, দৈনিক যুগান্তর ও আরটিভিতে কাজ করেছেন।

বর্তমানে বিসিবির মিডিয়া বিভাগে সিনিয়র ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন রাবীদ ইমাম। এবার তার সহকারী হিসেবে নিয়োগ পেলেন জাহিদ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন তানভীর আহমেদ টিটু।


বিষয়ঃ

শেয়ার করুন :