জাতীয় সংসদের হুইপ হলেন মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ২৩ জানুয়ারি ২০২৪
জাতীয় সংসদের হুইপ হলেন মাশরাফি

নড়াইল-২ থেকে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জাতীয় সংসদের হুইপ নিয়োগ পেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি ছাড়াও আরও চারজনকে হুইপ নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মাশরাফি ছাড়া দ্বাদশ জাতীয় সংসদে হুইপ হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তারা হলেন- নাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, জয়পুরহাট-২ আসনের আবু সাঈদ আল মাহমুদ (স্বপন), নারায়ণগঞ্জ-২ আসনের মো. নজরুল ইসলাম (বাবু) ও কক্সবাজার-৩ আসনের সাইমুম সরওয়ার (কমল)।

পাঁচ সদস্যের মধ্যে চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী। এছাড়া পাঁচজনের মধ্যে ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ একাদশ সংসদেও হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

একাদশ জাতীয় সংসদে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফি। ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করেন তিনি। তবে সেবার শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে একই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফি। টানা দ্বিতীয় বার সংসদ সদস্য হওয়ার পর এবার হুইপ হিসেবে নিয়োগ পেলেন মাশরাফি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাশরাফি ছাড়াও সাকিব আল হাসানও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তবে এখন পর্যন্ত তাকে কোন মন্ত্রণালয় কিংবা ভিন্ন কোন দায়িত্ব দেওয়া হয়নি। সাকিব তার নিজ এলাকা মাগুরা থেকে নির্বাচিত হয়েছেন।



শেয়ার করুন :