এশিয়ান গেমসে ভারোত্তোলে ভারতের আশা ফিকে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫১ এএম, ১৬ আগস্ট ২০১৮
এশিয়ান গেমসে ভারোত্তোলে ভারতের আশা ফিকে

আসন্ন এশিয়ান গেমসে ভারোত্তোলনে স্বর্ণ জয়ের আশা অনেকটাই ফিকে হয়ে গেছে ভারতের। নারীদের ৪৮ কেজি ওজন শ্রেণিতে বিশ্ব চ্যাম্পিয়ন মিরাবাই চানু এশিয়ান গেমস থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও কমনওয়েলথ গেমসের স্বর্ণজয়ী এই ভারোত্তোলোক পিঠের ইনজুরির কারণে আসন্ন এশিয়ান গেমস থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হন। ভারতীয় ভারত্তোলোন ফেডারেশন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন> ডোপ টেস্টে ব্যর্থ, নিষিদ্ধ ভারতীয় দৌড়বিদ ডাগার

ফেডারেশনের সাধারণ সম্পাদক সাহদেব যাদব বলেছেন, ‘এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের একটি সংবাদ। তাকে নিয়েই আমাদের মূল ভরসা ছিল। স্বর্ণ জয়ের তালিকায় সেই আমাদের মূল খেলোয়াড় ছিল।’

নভেম্বরে তুর্কেমেনিস্তানে অনুষ্ঠিতব্য বিশ্ব চ্যাম্পিয়নশীপের কারণে চানু কোন ধরনের ঝুঁকি নিতে চাচ্ছেনা বলে যাদব নিশ্চিত করেছেন। ২০২০ টোকিও অলিম্পিকের প্রস্তুতির শুরুটা হবে এই বিশ্ব চ্যাম্পিয়নশীপ দিয়েই।

আরও পড়ুন> ভারত-পাকিস্তান এক করতে বিয়ে করিনি : সানিয়া মির্জা

২৩ বছর বয়সী চানু ২০১৪ সালের গ্ল্যাসগো কমনওয়েলথ গেমসের ৪৮ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য পদক জিতেছিলেন। এরপর ২০১৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নশীপে স্বর্ণ জয়ের পরে এপ্রিলে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম স্বর্ণ পদক লাভ করেন। আসন্ন এশিয়ান গেমসে ভারত ৫৪০-এরও বেশি খেলোয়াড় ইন্দোনেশিয়ায় প্রেরণ করছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

ডোপ টেস্টে ব্যর্থ, নিষিদ্ধ ভারতীয় দৌড়বিদ ডাগার

ডোপ টেস্টে ব্যর্থ, নিষিদ্ধ ভারতীয় দৌড়বিদ ডাগার

ভারত-পাকিস্তান এক করতে বিয়ে করিনি : সানিয়া মির্জা

ভারত-পাকিস্তান এক করতে বিয়ে করিনি : সানিয়া মির্জা

শপথ অনুষ্ঠানে কপিল-গাভাস্কার-আমিরকে ইমরানের আমন্ত্রণ

শপথ অনুষ্ঠানে কপিল-গাভাস্কার-আমিরকে ইমরানের আমন্ত্রণ

কোহালিদের সমালোচনায় ভারতীয় গণমাধ্যম

কোহালিদের সমালোচনায় ভারতীয় গণমাধ্যম