নেইমারকে ৩.৩৩ মিলিয়ন ডলার জরিমানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৮ পিএম, ০৪ জুলাই ২০২৩
নেইমারকে ৩.৩৩ মিলিয়ন ডলার জরিমানা

ব্রাজিলের ফুটবল তারকা নেইমারকে ৩.৩৩ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। ব্রাজিলের দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলে বিলাসবহুল প্রাসাদ নির্মাণে পরিবেশগত নিয়ম লঙ্ঘন করায় নেইমারকে এ জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়, বিলাসবহুল প্রকল্পটিতে পান যোগ্য পানির উৎস, শিলা এবং বালির ব্যবহার এবং চলাচল সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেছেন নেইমার। যা স্থানীয় কর্তৃপক্ষ গত মাসের শেষের দিকে প্রথম অভিযোগ করেছিল এবং সোমবার জরিমানার তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় পরিবেশ সংস্থা এক বিবৃতিতে বলেছে, নেইমারের প্রাসাদ নির্মাণে পরিবেশগত লঙ্ঘন করা হয়েছে। এখন জরিমানা ছাড়াও বিষয়টি নিয়ে স্থানীয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, রাজ্য সিভিল পুলিশ, পরিবেশ সুরক্ষা অফিস এবং অন্যান্য পরিবেশ নিয়ন্ত্রণ সংস্থাগুলো তদন্ত করবে।

তবে বিষয়টি নিয়ে নেইমারের একজন মুখপাত্রের কাছে জানতে চাইলে রয়টার্স কর্তৃপক্ষে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে স্থানীয় কর্মকর্তারা অভিযোগ করেছিলেন যে, বাসস্থানটির নির্মাণকাজ পরিদর্শনের সময় নেইমারের বাবা দ্য সিলভা সান্তোস কর্মকর্তাদের অপমান করেছিলেন। যার ফলস্রুতিতে তাকে গ্রেফতারের হুমকি দেওয়া হলেও শেষ পর্যন্ত তা আর করা হয়নি।


বিষয়ঃ

শেয়ার করুন :