খেলোয়াড়

ফেলপসের ২৩ বছরের রেকর্ড ভাঙলো ১০ বছরের আপুয়াদা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৬ পিএম, ০২ আগস্ট ২০১৮
ফেলপসের ২৩ বছরের রেকর্ড ভাঙলো ১০ বছরের আপুয়াদা

মাইকেল ফেলপস। মার্কিন কিংবদন্তী সাঁতারু। শুধু অলিম্পিকে ২৮টি পদক জিতে সাঁতারেরও কিংবদন্তী ফেলপস। আর এ কিংবদন্তীর ২৩ বছরের বিশ্বরেকর্ড ভেঙে ফেলেছেন ১০ বছর বয়সী এক বালক।

নাম তার ক্লার্ক কেন্ট আপুয়াদা। যুক্তরাষ্ট্রেরই বিস্ময় বালকের খেতাব ইতোমধ্যে পেয়ে গেছেন আপুয়াদাও।বুধবার ক্যালিফোর্নিয়ায় ফার ওয়েস্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সাঁতারের ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে স্বর্ণ জিতেন আপুয়াদা।

স্বর্ণ জিততে ১ মিনিট ৯ দশমিক ৩৮ সেকেন্ড সময় নেন আপুয়াদা। ফলে ভেঙে যায় ১৯৯৫ সালে করা ফেলপসের বিশ্বরেকর্ড।

১৯৯৫ সালে এ ইভেন্টই ১ মিনিট ১০ দশমিক ৪৮ সেকেন্ড সময়ে শেষ করে বিশ্বরেকর্ড গড়েছিলেন ফেলপস। তার চেয়ে ১ সেকেন্ড কেম সময় নিয়ে নয়া বিশ্বরেকর্ড গড়লেন আপুয়াদা।

ফেলপসের রেকর্ড ভেঙে আপুয়াদা উচ্ছ্বসিত। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘সাত বছর বয়স থেকে স্বপ্ন দেখছি, ফেলপসের রেকর্ড ভাঙার।’

টুর্নামেন্টের ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণ জিতেন আপুয়াদা। টুর্নামেন্টে অংশ নেয়া সকল ইভেন্টেই স্বর্ণ পদক জিতেছেন তিনি।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিষাদময় বিশ্বরেকর্ডের মালিক হলেন তামিম-সৌম্য

বিষাদময় বিশ্বরেকর্ডের মালিক হলেন তামিম-সৌম্য

শপথ অনুষ্ঠানে কপিল-গাভাস্কার-আমিরকে ইমরানের আমন্ত্রণ

শপথ অনুষ্ঠানে কপিল-গাভাস্কার-আমিরকে ইমরানের আমন্ত্রণ

রাশিয়া বিশ্বকাপে দর্শকে নতুন রেকর্ড

রাশিয়া বিশ্বকাপে দর্শকে নতুন রেকর্ড

স্ত্রীর পোশাক নিয়ে সমালোচনায় ধোনি

স্ত্রীর পোশাক নিয়ে সমালোচনায় ধোনি